শুভ জন্মদিন
জয়শ্রী কর
মা'র হাসিমুখ ফুলের মতো কুঁড়ি থেকে ফুল ফোটাবে
স্নেহমাখা বক্ষসুধা দিয়ে শিশুর পেট ভরাবে ।
জন্মদিনে স্বপ্ন কত মানুষ করার জন্য লড়াই
মা যে সবার শিক্ষাগুরু করে না মা আদৌ বড়াই ।
মায়ের তৈরি মিঠাই, পায়েস বরণডালায় জ্বলছে প্রদীপ
পেলেই হৃদয় জুড়িয়ে যেতো একটা চুমা কপালে টিপ।
জন্মদাত্রী মা যে আমার স্নিগ্ধ শীতল স্নেহময়ী
জন্মদিনে বলত, 'খুকি, সকল কাজেই হবি জয়ী'।