শ্রাবণধারা
জয়শ্রী কর

শ্রাবণ আসে মেঘের রথে
ঝমঝমিয়ে বাজনা বাজে
ভিজছে  মাটি বৃষ্টি জলে
সাজছে ধরা নতুন সাজে।

কালো মেঘের ভ্রুকুটিতেই
ভোরের রবি মুদল আঁখি
শিরীষ শাখে কাকের বাসা
পাখনা মেলে জাগছে পাখি।

শ্রাবণ মেঘে বৃষ্টি ঝরে
প্রকৃতি মা'র হরিৎ বেশ
বুকের মাঝে ঝিলিক লাগে
রূপের বুঝি নাইকো শেষ।

বাদল দিনে উদাস মনে
জাগিয়ে তোলে প্রেমের গীতি
গুনগুনিয়ে উঠছে গেয়ে
পড়ছে মনে রঙিন স্মৃতি।

© জয়শ্রী কর