শয়নে স্বপনে তুমি
জয়শ্রী কর
দূরত্ব তো সংখ্যা মাত্র
মন আসে রোজ ঘুরে,
কে বলেছে আছ তুমি
দূরে অচিনপুরে?
ভেসে ওঠে একটি ছবি
স্বর্ণচাঁপার ডালে,
পাপড়ি 'পরে কালো ভ্রমর
তোমারই তিল গালে!
ফুলে ফুলে তোমার হাসি
নয়নভরে দেখি,
জলরঙে তা আঁকার পরে
কাব্য করে লেখি।
এখন আছ লেহ্ লাদাখে
দিবারাত্র জেগে,
অনুপ্রবেশ দেখতে পেলেই
বুলেট ছোটে বেগে।
ছুটি পেলে আসবে গ্রামে
তখন দেখা হবে,
ক্যালেন্ডারে টানছি কষি
সেদিন আসে কবে।
© জয়শ্রী কর