শৈশবে শুরু লেখাপড়া
জয়শ্রী কর
গ্রন্থ হলো সেরা জীবনসাথি
তাইতো আমি পড়ি দিবসরাতি
অভিজ্ঞতা বাড়ে গ্রন্থপাঠে
দুঃখ ভুলে সময় ভালো কাটে।
গল্প শুনে কতকিছুই শিখি
ওসব ছিল আগে প্রাত্যহিকি
মা-দিদিমার কাছে বড়ই ঋণী
রামের সীতা জনকনন্দিনী।
বই আমাকে উজ্জীবিত রাখে
শীত গ্রীষ্মে ঝড়ে দুর্বিপাকে
গল্প পড়ি, পড়ি উপন্যাস
কবিতাও- জীবনানন্দ দাশ।
জ্ঞান বাড়ায় দেয় পথের দিশা
একাত্বতা ভোলায় ক্ষুধা তৃষা
বই বিহনে যায় না কিছু জানা
লিখতে গেলে পড়তে হবে টানা।
বই না হলে দিন কাটে না ঘরে
তাইতো রাখে সবাই সমাদরে
গ্রন্থপাঠে মেটে মনের স্পৃহা
কত তৃপ্তি তাই নাই অনীহা।
© জয়শ্রী কর