শিশুর মতোই মন
জয়শ্রী কর

চলার গতিপথে সঙ্গী মন
কোথায় যাবে তুমি কাছে না দূরে
সঠিক নিশানায় পৌঁছে গেলে
চিত্র ফুটে ওঠে মনমুকুরে।  

মন যে চঞ্চল যায় না বাঁধা
রয়েছে সর্বদা তোমার পাশে
বিপদে ভয় পায় খোঁজে উপায়
মুক্তি পেলে মাতে মহোল্লাসে।

ঘূর্ণীঝড় যেই তুফান তোলে
মৃত্যু নাই ওর ও তো অমর
সাহস ও শক্তি জোগায় মনে
নিরাকার ব্রহ্ম রাখে নজর।

কতনা লীলা করে ও লীলাময়ী
অভয় দান করে দিনযামিনী
পরম সখা মন প্রেমসিন্ধু
জান না মনপাখি মনোমোহিনী?

মন হল প্রেমের বৃন্দাবন
পরশে দূর হয় ভয় ভাবনা
সদানন্দময়ী যেন যন্ত্রী
সুখে দুঃখে দেয় ও সান্ত্বনা।

© জয়শ্রী কর