শিশিরসিক্ত হেমন্ত
জয়শ্রী কর

শরতের পরে আসে হেমন্ত
ভোরের কুয়াশা শীতের আভাষ
ঘাসের আগায় শিশিরবিন্দু
বড় মনোরম হিমেল বাতাস।

কিষান-কিষানি কর্মব্যস্ত
উঠবে গোলায় সোনার ফসল
সারা বছরের পেটের জোগাড়
খুশির আমেজ বাড়ে মনোবল।

নতুন চালের পিঠা ও পায়েস
ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা
চালের গুঁড়িতে গ্রাম্য বধূরা
আঙিনায় বসে দেয় আলপনা।

নরম রোদের মিষ্টি ছোয়ায়
ডালিয়া-জিনিয়া-গাঁদা দেয় দোল
সখা হেমন্ত সাথে নিয়ে আসে
পরম আদরে মেলে দেয় কোল।

রংবেরঙের ফুলের মেলায়
অলিরা খুশিতে হয় মশগুল
দোয়েল-পাপিয়া লুকোচুরি খেলে
শিস দেয় চঞ্চল বুলবুল।

© জয়শ্রী কর