শালিক-পরিবার
জয়শ্রী কর
উঠোন-পাশে শালিক দুটো
থাকতো গাছের ডালে,
সকাল হলেই আসতো উড়ে
বসত খড়ের চালে।
খুঁটে খুঁটে খেতো খাবার
করত কিচিরমিচির,
দিনের শেষে ফিরতো বাসায়
জমতো গায়ে শিশির।
এমনি করে কাটছিল বেশ
ওদের সঙ্গোপনে,
এদিক-ওদিক উড়ে যেত
কাটাতো নির্জনে।
সাথিহারা হয়ে দেখি
এখন আসে একা,
চিন্তাগ্রস্ত হয়ে থাকে
কখন হবে দেখা।
বাসাটা তো ঠিকই আছে
কদম গাছের ডালে,
কোথায় ওরা হারিয়ে গেল
বসে না আর চালে।
© জয়শ্রী কর