১. অদৃশ্য সেতু
সেতুতে সহজ হয় যান-যাতায়াত
জীবনে চলার গতি বাড়ে নির্ঘাত।
প্রেমের পরাগ দিয়ে সেতু বাঁধা চাই
মন-বাতায়নে তবে মিলে যাবে ঠাঁই।
২. সেতুবন্ধন
সেতু নেই তরি নেই অকূল পাথার
ওপারে আপন জন নয়নে আঁধার।
বানরেরা ফেলে দিল শিলা রাশি রাশি
রামচন্দ্রের মুখে ফুটে ওঠে হাসি।
*জয়শ্রী কর