* শীত পড়েছে জাঁকিয়ে
জয়শ্রী কর
শীত পড়েছে বেশ জাঁকিয়ে কাঁপছি থুরুথুরু
পৌষের শেষে সাগর দ্বীপে সাগর মেলা শুরু।
উঠছে জমে চড়ুইভাতি চুমুক খেজুর রসে
পথের পাশে জটলা করে আগুন পোহাই বসে।
মাঘের শীতে হরেক মেলা ফোটায় মুখে হাসি
চাদরমুড়ি মাথায় টুপি খুশির ভেলায় ভাসি।
বঙ্গ জুড়ে উন্মাদনা আরাম গরম চা-য়ে
মিষ্টি রোদে চিড়িয়াখানায় চলছে পায়ে পায়ে।