কাশফুল ১
শরৎ এলেই ছলকে পড়ে কাশের হাসি রাশি
ঝিলের বুকে মারছে উঁকি পদ্ম পাশাপাশি।
নতশিরে চামর দোলায় দাঁড়িয়ে পথের পাশে
মর্ত্যলোকে আসবে উমা মুক্তা পাতায় ঘাসে।
পারিস তো যা উড়ে ২
সত্যজিতের দুর্গা-অপুর এখন অবকাশ
ট্রেন চলেনি ছুটছে না তাই দোলায় মাথা কাশ।
একগোছা কাশ হাতের মুঠোয় এবার দিল দৌড়
মনে মনে বলছে ওরা, 'পারিস যদি ওড়'।
@জয়শ্রী কর