* শরৎ এলে আসে উমা
জয়শ্রী কর
শরতের মেঘ দেখে খুশি উছলায়
দুলে দুলে কাশফুল আগমনী গায়।
কমল নয়ন মেলে উমা মা'র ডাকে
মধুকর দল বেঁধে বসে মৌচাকে।
শালু দিয়ে ঢোলটাকে সাজায় যতনে
কখন আসবে উমা ঢাকি দিন গনে।
প্রভাতে শেফালি ঝরে টুপ টুপ করে
হলুদ বোঁটায় তাঁর কত রূপ ধরে।
কুমোর ঠাকুর গড়ে তুলিকার টানে
পক্ষীরা মেতে ওঠে শারদীয়া গানে।
প্রকৃতিও সেজে ওঠে অনুপম সাজে
পুজোর সময় যেন শান্তি বিরাজে।
ভুবন ভরিয়ে দেবে মা'র মিঠে হাসি
সবার হৃদয় জুড়ে খুশি রাশি রাশি।