সরস্বতী বন্দনা
পুবের আকাশ ফরসা হলো ওঠরে তাড়াতাড়ি
সরস্বতী-বন্দনা আজ পরবি নতুন শাড়ি।
পলাশ-রাঙা অরুণ আলোয় মেঘপরিদের খেলা
তারই পাশে শাখায় শাখায় কৃষ্ণচূড়ার মেলা।
শীতের আদৌ তীব্রতা নেই রোদের কণা ঝরে
একটু যেন বিদ্যা বুদ্ধি হয় মা তোমার বরে।
চলছে পূজন পঞ্চমীতে তোমার পলাশপ্রিয়া
ভোরের আলোয় নেচে বেড়ায় কচিকাঁচার হিয়া।
খোকা-খুকু নতুন সাজে সাজায় মাকে ফুলে
মনে ওদের রং লেগেছে রঙিন ফিতা চুলে।
পুজোর দিনে দারুণ মজা কাটে সবার ভালো
দেবদারুতে গেট সাজিয়ে লাগায় রঙিন আলো।
কেউ দিয়ে যায় ফুলের মালা কেউ বা কলাপাতা
কেউ বা রাখে বেদির ওপর কলম, বই আর খাতা।
এখন কদিন বন্ধ পড়া ওরা দারুণ খুশি
এদিক-ওদিক উড়ে বেড়ায় মউ খেতে মৌটুসি।
স্বরস্বতীর হাতে বীণা হংস দেবীর পাশে
কাঁসরঘন্টা শাঁখের সাথে উলুধ্বনি ভাসে।
করজোড়ে জানাই মাকে স্বস্তি দীয়ো প্রাণে
সবার স্বপ্ন ছন্দে ভরুক মাগো তোমার গানে।
@ জয়শ্রী কর