ছড়া
শাপলা শালুক ১

রোদ ঝলমল শরৎকালে শাপলা শালুক হাসে
শিউলি ঝরে ঝুরুঝুরু শিশিরভেজা ঘাসে।
কাশের মুখে খুশির হাসি হৃদয় দোদুল দোলে
একটুখানি আদর খাব বসে মায়ের কোলে।

শাপলা শালুক ২

দিঘির বুকে শাপলা শালুক আকাশ পানে চেয়ে
কখন উমা আসবে নেমে মর্ত্যলোকে ধেয়ে।
মালা হয়ে দুলবে ওরা মহামায়ার গলে
ধন্য হবে জীবন ওদের মায়ের চরণতলে।

@জয়শ্রী কর