জয়শ্রী কর
সঞ্জনা তুমি কোথায়
ঘুরছিল সে একলা পথে
হঠাৎ হীরা চেঁচিয়ে ওঠে
কী হয়েছে, কী হয়েছে
জানার জন্য সবাই ছোটে।
হাত-পা ছুঁড়ে বলছে কেঁদে
বলতে কিছুই পারব না তো
কেমন করে বলব আমি
ঘুরছে মাথা কাঁপছে হাতও।
কেউ ছুটে যায় ওঝার কাছে
কেউ বা আবার পুলিশ ডাকে
জলের বোতল খাবার নিয়ে
কাজের মাসি দাঁড়িয়ে থাকে।
সবাই এসে দেখতে পেল
মগ্ন ধ্যানে সাধুর বেশে
পুলিশ এসে বলল হেসে
পাঠাবো কি নিরুদ্দেশে?
আসবে কবে আমার সুদিন
নহবতে বাজবে বাঁশি
তাইতো তাঁরে খুঁজে বেড়াই
সঞ্জনাকে ভালবাসি।