সমাজবন্ধু কৃষক
জয়শ্রী কর
বর্ষণ নেমে আসে
ধরণির বুকে
মধুময় হাসি ফোটে
চাষিদের মুখে।
মেঘপরি বয়ে আনে
অমৃত সুধা
মেটায় সরস মাটি
কৃষকের ক্ষুধা ।
সারাদিন মাঠে খেটে
ফসল ফলায়
ভাবি না ওদের কথা
ওরাই বাঁচায়।
ওরা না জোগান দিলে
শেষ নিশ্বাস
পায় না সঠিক দাম
তবু উচ্ছ্বাস।
প্রকৃত বন্ধু ওরা
করে উপকার
নজর না দিলে পরে
হবে অবিচার।
© জয়শ্রী কর