বেদনাবিধুর মুখে সকরুণ হাসি
বুঝেও বোঝে না কেউ অন্তরের ব্যথা
সুনামির ঢেউ যেন আসে ফণা তুলে
কিভাবে সামাল দেবে চরম ব্যর্থতা।
মুহুর্মুহু কশাঘাত বজ্র পড়ে ঘাড়ে
ধেয়ে আসে ক্ষণে ক্ষণে যেন অগ্নিবান
দাঁড়াবার স্থান নেই ভয়ে দিশাহারা
ক্ষমা কর অকিঞ্চনে চাহিব না দান।
ব্যথায় কাতর বুক জলে ভরা আঁখি
কাহারে বলিবে আর কে আছে সম্মুখে
বুক ফাটে তবু মুখ ফোটে না যে তাঁর
নিশিদিন কাজে রত অস্থিরতা বুকে
চিরকাল দিয়ে গেল তাঁরে অপবাদ
মুখ বুঝে সয়ে গেল করেনি বিবাদ।