সজাগ প্রহরী
জয়শ্রী কর
খালের পাড়ে তালের সারি
চতুর্দিকে ডানা
আকাশজুড়ে মেঘপরিরা
আহ্লাদে আটখানা।
ঝিরিঝিরি ঝরছে বারি
উল্লাসে প্রাণ নাচে
প্রহরীরা ঠায় দাঁড়িয়ে
ডাকছে যেন কাছে।
খুশির দোলায় দুলছে পাতায়
বাবুই পাখির বাসা
যেন উল্টো কুজোর মতো
দেখতে দারুণ খাসা।
সন্ধ্যাবেলা জোনাক এনে
ঘরটি করে আলো
ঘুমায় সুখে নয়নমণি
ঘোচায় আঁধার কালো।
মায়ের স্নেহ আদর দিয়ে
আগলে রাখে বুকে
বৃষ্টি হলেও ছানাগুলো
থাকে পরম সুজন।