শহরের ব্যস্ততা
জয়শ্রী কর
গ্রাম-শহরে অনেক তফাৎ
এটা সবাই জানি
কাজের খোঁজে শহরে যায়
মিলবে দানা পানি।
শহরজুড়ে ব্যস্ততা খুব
হাঁটছে লোকের ভিড়ে
কার্যসিদ্ধি কখন হবে
তাকায় না তাই ফিরে।
আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর
গগনচুম্বী বাড়ি
পথের পাশে ঝুপড়িগুলোয়
ঝুলছে ছেঁড়া শাড়ি।
ছুটছে বেগে গাড়ি-ঘোড়া
প্রশস্ত রাস্তাতে
পারাপারে জেব্রা ক্রসিং
বিঘ্ন না হয় যাতে।
কতকিছু দেখার জিনিস
সবই তো শহরে
চিড়িয়াখানা মিউজিয়াম
দেখে হৃদয় ভরে।