. রূপসি শিরীষ
শিরীষ ফুলের রূপের ছটা মাতায় সবার মন
তবুও নেই ওর সমাদর
রাখে না কেউ ফুলের খবর
দখিন হাওয়া ছড়ায় সুবাস
হাঁটতে হাঁটতে সজোরে শ্বাস
বসন্তের এই বিদায়বেলা ম-ম এই ভুবন।
© জয়শ্রী কর