রূপসি মেঘবালিকা
জয়শ্রী কর
ও রূপসি মেঘবালিকা যাচ্ছ কোথায় উড়ে
তোমার জন্য হাপিত্যেশ সারা বঙ্গজুড়ে।
আষাঢ় গেল শ্রাবণ এল কোথায় বৃষ্টিধারা
চাষের জমি শুষ্ক খরায় কৃষক দিশাহারা ।
সূর্যদেবের প্রখর তাপে শুষ্ক নদী-পুকুর
আকাশপানে তাকিয়ে থাকি বাজবে কখন নূপুর।
গ্রামবাসীরা বৃষ্টি-আশায় দিচ্ছে ব্যাঙের বিয়ে
পৌঁছে গেল এই বার্তা মেঘের কানে গিয়ে।
মেঘের সুরে ব্যাঙও ডাকল গ্যাঙর গ্যাঙর করে
গ্রামবাসীদের মনে তখন আনন্দ না ধরে।
নেচে ওঠে কদম-বকুল-কামিনী আর কেয়া
ফুলে ফুলে প্রজাপতির হৃদয় দেয়ানেয়া।
দিবারাত্র টাপুর-টুপুর পড়ছে গাছের পাতায়
ভিজছে শাখায় পাখির বাসা দুলছে পাগল হাওয়ায়।
ছলাৎ ছলাৎ ঢেউ নেচে যায় কংসাবতীর পাড়ে
জলের ফোঁটা ঝমঝমিয়ে পড়ছে বাঁশের ঝাড়ে।
স্কুলের থেকে কচিকাঁচা ফিরছে জলে কাদায়
আনন্দ আর ইচ্ছেগুলো এখন ওদের ডানায়।
মেঘমল্লার হাওয়ায় ভাসে মেঘের ফাঁকে ফাঁকে
পেখম তুলে ময়ূর নাচে সজল মেঘের ডাকে।
© জয়শ্রী কর