. রুবাই
জয়শ্রী কর
বৃষ্টি তুমি পড়লে এসে জলে স্থলে আর পাতায়
তোমার পায়ের ঝম-ঝমা-ঝম নূপুরধ্বনি মন মাতায়। বৃষ্টিভেজা এলোচুলে ব্যাকুল হৃদয় রয় চেয়ে
মধুর সুরে বাজায় বাঁশি কানাই কদমগাছের ছায়।
© জয়শ্রী কর