. রুবাই
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি হাতছানি দেয় দিঘার চর
কোথা থেকে আসছে ভেসে এমন করুণ কণ্ঠস্বর!
চারিদিকে শুধুই বালি আসছে তেড়ে সাগর-ঢেউ
ছোট্টো মেয়ে একলা বসে প্রবল বেগে উঠল ঝড়।
****
পেটের জ্বালায় পাড়ার টুনি রোজ দুবেলা করছে কাজ
আদর করে কেউ বলে না, 'ইস্কুলে তুই যাবি আজ'।
কান্না-হাসি-দুঃখ-ব্যথায় জননী দেয় সান্ত্বনা
বাসন মাজে কয়লা ভাঙে পরনে তাঁর মলিন সাজ।
******
ঘুমিয়ে দিন কাটাস না রে দেখবি চোখে সরষেফুল
মানবজীবন ক্ষণস্থায়ী করিস না রে এমন ভুল।
অলসভাবে রইলে বসে যখনতখন আসবে ঘুম
ঘুমের সময় ঢের পাবি রে গুনতে হবে এর মাশুল।
*****
দুয়ার খুলে দাঁড়িয়ে আছে গুনছে প্রহর শ্রীতমা
টুকটুকে লাল গোলাপ-ঠোঁটে কত ব্যথা রয় জমা।
লাল শরাবের পেয়ালাতে যখনি সে দেয় চুমুক
নয়নে তাঁর ফুলকি ওড়ে প্রভুর কাছে চায় ক্ষমা।
*****
বাগিচাতে ফুটেছে আজ নানান রঙের প্রচুর ফুল
প্রভাতবেলা দাঁড়িয়ে আছি অবিন্যস্ত আমার চুল।
যৌবনের এই বিদায়বেলায় এক নিমেষে মুখ মলিন
আসবে নাকি সুদিন আমার ঝুমকোলতায় ঝুলবে দুল।
© জয়শ্রী কর