রঙিন খাম
জয়শ্রী কর
খামে শুধু একটু লাল আবির
কে পাঠাল নাম ঠিকানা নাই
দুশ্চিন্তা জাগল যখন মনে
বাতাস বলে কোনও চিন্তা নাই।
হৃদয়জুড়ে খুশির বন্যা বয়
প্রকৃতির আজ অঙ্গে নব সাজ
পাতার আড়ে পাখির কলরব
নৃত্য করে তখন ঋতুরাজ।
বাতাস এসে ছিনিয়ে নিল খাম
হিল্লোলিত হল নদীর জল
ভেসে গেল সে খাম মোহনায়
মিশে যেতে সাগর ছলাৎছল।
মন ছুটে যায় সুদূর দিগন্তে
নেচে বেড়ায় নূপুর পরে পা'য়
সেই আবিরে আনন সমুজ্জ্বল
উঠল হেসে অপার গরিমায়।
© জয়শ্রী কর