রঙিন বসন্ত
জয়শ্রী কর

কিংশুক বন
আগুন রঙে রাঙা
রাঙায় মন।১

এত প্রদীপ
কে জ্বালালো অরণ্যে
এই ফাগুনে।২

ভৈরব রাগে
শ্যামের বাঁশি বাজে
পুলক লাগে।৩

রাধার সঙ্গে
সখীরা নৃত্য করে
রঙ্গে বিভঙ্গে।৪

© জয়শ্রী কর