#জয়শ্রী কর##
রঙের সমারোহ
রংবাহারি পলাশ শিমুল বসন্তেরই ফুল
রূপযৌবন উছলে পড়ে হাসিতে মশগুল।
কৃষ্ণচূড়া আগুন ঝরায় আকুল করে মন
অশোক জারুল রং ছড়াতে ব্যস্ত সারাক্ষণ।
শাখায় শাখায় পাপড়ি মেলে মাতায় ধরাতল
মৌন হয়ে শুনছে যেন পাখির কোলাহল।
বিহ্বল হয়ে ডাকছে পাখি মিলবে পরস্পর
সুরের ভিতর প্রেমের বাণী হাতটা এসে ধর।
ঋতুরাজের অঙ্গভূষণ ভরায় সবার বুক
বাতাসেও খুশির পরশ বিলিয়ে দিতে সুখ।
মৌমাছিরা ফুলে ফুলে ব্যস্ত সারাদিন
বসন্তিকার এই দুটো মাস অনিন্দ্য মসৃণ।
পলাশ বলে শিমুল তুমি অরূপ রূপময়
কদর তোমার অনেক বেশি হৃদয় কর জয়।
শিমুল বলে রং ধরাতে তুমিও পারঙ্গম
কৃষ্ণচূড়া-জারুল-অশোক ওরাও নয়কো কম।
ঋতুভেদে বিভিন্ন ফুল সব প্রকৃতির দান
চক্রাকারে চলছে এমন সুরক্ষিত প্রাণ।
সময় যখন ফুরিয়ে আসে ভূতলে টুপটুপ
তখন ফিরে দেখে না কেউ আবর্জনার স্তূপ।