রংবাহারি প্রজাপতি
জয়শ্রী কর
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে এমন পাখা
পাখনা মেলে উড়ে বেড়াও কত রকম ছবি আঁকা।
কোথায় কোথায় ফুল ফুটেছে জানতে পারো কেমন করে
প্রভাতবেলা ফুল কাননে তোমার খুশি উছলে পড়ে।
ফুলের ওপর বসো যখন পায়ে জড়ায় ফুলের রেণু
ওদের মুখে হাসি ছড়াও ভ্রমর তখন বাজায় বেণু।
সোনালি রোদ গায়ে মেখে আঁখি মেলে ফুলের কলি
তুমি তখন বন্ধু হয়ে ওদের সাথে ঢলাঢলি।
কী অপরূপ রূপের বাহার ওড়ো রূপের ডালি নিয়ে
রংতুলিতে আঁকা যেন কে এঁকে দেয় কখন গিয়ে।
তোমার মতো থাকতো যদি অমন রঙিন দুটো ডানা
ইচ্ছেমতো উড়ে যেতাম দেখলে মা ঠিক করতো মানা।