রং লেগেছে পলাশ বনে
জয়শ্রী কর
রং লেগেছে পলাশ বনে
আঁকছি ছবি হৃদয় মাঝে
শ্যামের বাঁশি কুঞ্জবনে
সখীরা সব শোভন সাজে।
আবির রঙে আকাশ রাঙা
বাতাস কানে কী কথা কয়
ছলকে পড়ে ফুলের হাসি
ফাগুন বড় সুরভিময়।
প্রজাপতির মতো এ মন
নৃত্য করে, ছন্দ জাগে
উড়ে বেড়ায় পাখনা মেলে
রূপের শোভা মর্মে লাগে।
মধুপ আসে গুনগুনিয়ে
নয়ন মেলে তাকিয়ে থাকি
প্রেমালাপন ফুলের সাথে
ভালোবাসার স্বপ্ন আঁকি।
© জয়শ্রী কর