রমণীয় ফেসবুক
করোনাকালেও উজ্জ্বল ফেসবুক
স্ক্রিনের ওপর ভেসে ওঠে কত মুখ।
সারাটা জগৎ হাতের মুঠোয় আজ
একটু ছুঁলেই নিমেষেই সারা কাজ।
বিলাসী জীবন ফেসবুক দুনিয়ায়
লিখে বা লাইকে দিন বেশ কেটে যায়।
শুধু মোবাইল লাগে না কলম খাতা
লেখা হয়ে যায় বললেই ভরে পাতা।
ফেসবুক আজ ভেঙেছে স্বপ্নডানা
আদর কোথায় প্রেম-ভালোবাসা কানা।
হারিয়ে গিয়েছে ঠাকুমার রূপকথা
গল্প শোনার নেই কোনো ব্যাকুলতা।
ফেসবুক পেয়ে ভুলে গেছে কে আপন
সময় কোথায় নেই তাই আলাপন।
পাতায় পাতায় গল্প কবিতা গান
ছবিও রয়েছে হবে না কখনো ম্লান।
আজকের দিনে বন্ধু তো ফেসবুক
খোলা পরিসর মেলে অনাবিল সুখ।
সকলের তাই অনায়াস বিচরণ
ওর দৌলতে ভরে ওঠে প্রাণমন।
@জয়শ্রী কর