রক্তই জীবন
মায়ের ছবি উঠলে ভেসে উতলা হয় মন
তাঁর জঠরের অভ্যন্তরে সৃষ্টি এ জীবন।
একটুখানি রক্ত দিলে হয় না শক্তিক্ষয়
মুমূর্ষ প্রাণ ফিরে পাবে, অস্ত নয় উদয়।
রক্তের জাত ধর্ম নেই
কার রক্তে বাঁচবে জীবন কেউ জানি না তা
হতে পারে দলিত কৃষক, যে পরিত্রাতা।
আমরা যদি রক্ত না দিই কেমনে বাঁচে প্রাণ
প্রতিবছর করতে পারি স্বেচ্ছায় রক্তদান।
@জয়শ্রী কর