রোজনামচা
জয়শ্রী কর

এখন আমি পৌঁছে গেছি বার্ধক্যের দ্বারে
মনের কথা জমিয়ে রাখি মনেরই খামারে।
সকাল থেকে ব্যস্ত থাকি মাত্র দুজন ঘরে
হাসিমুখে রান্না-খাওয়া হালটি রাখি ধরে ।

বেশ কেটে যায় আনন্দেতে আঁকড়ে ধরে মাটি,
সর্বকর্মে সখা আমার নিখুঁত পরিপাটি।
বৃষ্টিভেজা হিমেল হাওয়া জাগায় আমায় ভোরে
উদাস হয়ে তাকিয়ে থাকি শিউলি পড়ে ঝ'রে।

মনে মনে উড়তে থাকি ইচ্ছেডানা মেলে
কোথায় হারাই তা জানি না হাতের কাজটি ফেলে।
যতই বলুক 'পড় পড়' মন বসে না পড়ায়
রেলিং ধরে দাঁড়িয়ে থাকি আকাশটা মন ভরায়।

নীল আকাশে উড়ে বেড়ায় পেঁজা তুলোর সারি
রোজ বিকেলে বেড়াতে যাই হই না ছাড়াছাড়ি।
দিন কেটে যায় রাত কেটে যায় তাকিয়ে আকাশপানে
রবি-শশী ছড়ায় আলো সকলেই তা জানে।

চাঁদের আলো ডাক দিয়ে যায় হবি আমার সাথি
পূর্ণিমাতে খেলে খেলে কাটিয়ে দেবো রাতি।
মহানন্দে প্রহর কাটে প্রকৃতির ওই ডাকে
চন্দ্র বলে আয়-না সাথে দেখবি যদি মা কে।