রিকশাওয়ালা
জয়শ্রী কর
এসো বউদি এসো এসো
আমাকেই কি ডাকে?
মুখ ফিরিয়ে বুঝতে পারি
চিনতে পারি তাঁকে।
ভরদুপুরে কোথায় যাবে
বস এই রিকশাতে
তাড়াতাড়ি পৌঁছে দেব
লতিফ গল্পে মাতে।
ঠিক জায়গায় পৌঁছে দিল
দিলাম না ওর ভাড়া
চা খেতে বিশ টাকা দিলাম
আছে ফেরার তাড়া।
কাজ মিটিয়ে ফিরে এলাম
এবার ফিরব বাড়ি
ঘোড়ার মতো রিকশা ছোটে
খুশি হলাম ভারি।
© জয়শ্রী কর