রাঙিয়ে দাও সান্তাক্লজ
জয়শ্রী কর
নতুন বছর নতুন আশার স্বপ্ন নিয়ে মর্ত্যে
সাদা দাড়ি লাল পোশাকে সান্তাবুড়ো নামে
বিলিয়ে দেবে ভালোবাসা সূর্য ওঠার আগে
উপহারের ডালি নিয়ে হাজির ধরাধামে।
কাটবে আঁধার নতুন আলোয় আনন্দ-গান সবার
প্রভুর কাছে প্রার্থনা তাই বিভেদ ঘোচাও তুমি
স্বপ্নরঙিন করো জীবন মধুর কলতানে
নতুন বছর নতুন সুরে তোমার চরণ চুমি।