রঙের বন্যা
জয়শ্রী কর

ভোরের সূর্য আবিররাঙা
সারা আকাশ লাল
মেঘপরিরা ও রং মেখে
লাল করেছে গাল।

পলাশ-শিমুল-কৃষ্ণচূড়ার
রং ছুঁয়ে যায় মন
এমন করে কে রাঙালো
কোন সে মহাজন।

নিপুণ হাতে তুলির টানে
সপ্ত রঙের কাজ
ভুবনজুড়ে রঙের প্লাবন
কী মনোহর সাজ।

পাতা যখন ঝরতে থাকে
বাসন্তী রং গা'য়
নবপল্লব শিহরিত
বাতাসে দোল খায়।

রক্তের রং লাল সকলের
করে জীবন দান
এগিয়ে আসুন রক্ত দিতে
জানাচ্ছি আহ্বান।

রং নিয়ে আজ হানাহানি
পাচ্ছে মানুষ ভয়
প্রকৃতি-মা রঙ ছড়িয়ে
মনকে করে জয়।

© জয়শ্রী কর