রাঙা ফুলের মেলা
জয়শ্রী কর

ফাগুনে বনে বনে ফুলের মেলা
ওলিরা মধু পিয়ে কাটায় বেলা।
কোয়েলা ডেকে যায় পাতার ফাঁকে
শুনেছি মিঠে সুর দেখিনি তাকে।

ভোরের আলো মেখে কুড়ায় ফুল
সখিরা গাঁথে মালা বানায় দুল।
বনবিথীতে দেখি রঙের ঢল
হৃদয় নেচে ওঠে ছলাৎছল।

সখিরা নাচে গানে ভরিয়ে তোলে
রঙিন সাজে সেজে দোদুল দোলে।
দখিনা মৌসুমী বেঁধেছে গান
তা শুনে বিরহীর জুড়াল প্রাণ।

পাখির কলতানে ভরেছে বন
খুশির ছোঁয়া পেল ব্যথিত মন।
দুচোখ জুড়ে কত স্বপ্ন আঁকা
দখিন বায়ু বহে গন্ধ মাখা।

আবির রঙে রাঙা নভের বুক
রাঙিয়ে দিয়ে যায় উধাও দুখ।
অচেনা লাগে যেন হলেও চেনা
সকলে যেন ওরা রাধার সেনা।

© জয়শ্রী কর