রণক্লান্ত কবি
জয়শ্রী কর

বিদ্রোহী কবি কাজী নজরুল
দৈন্য করেছে কবিকে মহান
এপার-ওপার দুই বাংলায়
কবির কণ্ঠে সাম্যের গান।

পরাধীনতার মর্মবেদনা
ইংরেজদের বিভেদের নীতি
মানুষে মানুষে ঘোচাতে বিভেদ  
গড়তে হবেই সেতু-সম্প্রীতি।

কত যন্ত্রণা কষ্ট সহেও
হারিয়ে যায়নি প্রেম-ভালোবাসা
মনের গহিনে মজুত রয়েছে
পুঞ্জিত আশা, সত্যের ভাষা।

কবির চিত্তে স্থির প্রতিজ্ঞা
যতদিন প্রাণ অনুসন্ধান
ক্রন্দনরোল আকাশে বাতাসে
ভাঙতে হবেই বিপুল পাষাণ।

জীবজগতের শুভ কামনায়
সদা নিয়োজিত তনু-প্রাণ-মন
তাঁর সাধনায় প্রাপ্ত কুসুম
জগদম্বার পায়ে নিবেদন।

© জয়শ্রী কর