* রক্তের টান
জয়শ্রী কর
কেন এমন করিস তোরা ভাই
আমরা সবাই সহোদরা
দেখছি কেন প্রীতির খরা
খুশির আমেজ যেন দেখতে পাই
একটু হাস রে ভাই।
একই রক্ত মাংসে গড়া
ভিন্ন ভিন্ন রূপে ভরা
নবীন প্রাতে দেখবি এ' ওর মুখ,
যায় কি ছেঁড়া স্নেহের বাঁধন
বিষন্নতায় জীবনযাপন
অমন করে মিলবে না রে সুখ।
দেখবি যখন স্বপ্নঘোরে
অশ্রুবারি পড়বে ঝরে
জাগবে মনে আপন প্রীতির টান,
পাশাপাশি সোহাগ ভরে
ছিলি কেমন হাতটি ধরে
বুকের ভিতর করবে রে আনচান।
বড় গাছে ঝাপটা লাগে
সামলাতে হয় তাকেই আগে
ছোট্টো গাছের রইতো অটুট সাজ,
প্রথম থেকে রাখলে নজর
নিজের পায়ে দিত সে ভর
কপালে আজ পড়তো না রে ভাঁজ।