রেলগাড়ি
জয়শ্রী কর
ছুটছে গাড়ি যাত্রী নিয়ে
কোথায় যাবে সবার জানা
অকারণে চেন টানলেই
করবে টিটি জরিমানা।
চালক রাখে লক্ষ্য নজর
কোথায় কোথায় থামবে গাড়ি
ঠিক সময়ে পৌঁছানো চাই
অনেকটা পথ দিচ্ছে পাড়ি।
কাজের শেষে কত মানুষ
বাদুড়-ঝুলে ফিরছে ঘরে
দুর্যোগে পথ বন্ধ হলে
পথের মাঝে আটকে পড়ে।
© জয়শ্রী কর