আকাশ জুড়ে মেঘের মেলা
বেদনা অন্তরে
আজকে তোমার প্রয়াণ দিবস
স্মরণ ঘরে ঘরে।
বাতাসে নেই প্রাণের পরশ
নীরব পশুপাখি
ছবির কাছে রেখে দিলাম
আমার তৈরি রাখি।
তোমার লেখা গানের কলি
মেঘের সাথে উড়ে
চিত্তমাঝে জাগায় সাড়া
বিশ্বভুবন জুড়ে।
আজ বাইশে জগদবাসী
খুঁজে যায় তোমাকে
শ্রাবণও তাঁর অশ্রুধারা
কেমন করে ঢাকে।