. রবীন্দ্রদ্যুতি
জয়শ্রী কর
রবির আলোয় আলোকিত সারা ভারত বিশ্ব
আমরা যারা বাংলাভাষী বিশ্বকবির শিষ্য।
কে বলেছে আমরা অনাথ, মাথার ওপর সূর্য
গীতবিতান-সঞ্চয়িতা চিত্তে বাজায় তূর্য।
সবই তিনি লক্ষ্য রাখেন প্রখর তাঁর দৃষ্টি
সমুদ্রে ডুব দিয়ে আমরা করছি কাব্য-সৃষ্টি।
মনকে আমি শুধাই যখন, 'কেমন হলো ছন্দ?'
অস্ফুটে কে জবাব দিল, 'ছড়াচ্ছে সুগন্ধ।'