পুলিপিঠা
জয়শ্রী কর
আজই তো মা পৌষপার্বণ
বানাও পিঠাপুলি
ঠামির তৈরি হরেক পিঠা
কেমন করে ভুলি।
কাঁচা পিঠা সেদ্ধ হতো
জলের গরম ভাপে
হাঁড়িতে জল ফুটত তখন
উনুন-'পরে তাপে।
খাবার জন্য বসে যেতাম
সবাই বাটি হাতে
সেদ্ধ হলেই বাড়িয়ে দিত
নলেনগুড়ের সাথে।
সকালবেলা বাসি পিঠে
ভিখারিরাও পাবে
সংক্রান্তিতে না বানালে
দেবে তা কীভাবে?
© জয়শ্রী কর