প্রত্যাশা

হারিয়ে গেছে মুখের হাসি
ফুটবে আবার কবে
মিলন কি আর হবে
গোধূলির ওই আলোকমালায়
মাতবে কি উৎসবে ?

বোবার মতো তাকিয়ে আছি
দেখছি ফুলের হাসি
ফুটেছে একরাশি
স্মৃতিপটে আঁকছি ছবি  
মনপাখি উদাসি।

কষ্ট আঘাত বুকে নিয়ে
চলছি একাই লড়ে
মনকে শক্ত করে
সাগরবুকে সাঁতার কাটি
বেড়াই বালুচরে ।

ঠিক সময়ে আজও ওঠে
সূর্য-চন্দ্র-তারা
তবুও দিশাহারা
বইছে নদী নিরবধি
দাঁড়িয়ে পাহাড় খাড়া।

@ জয়শ্রী কর