প্রতিবাদের ভাষা
জয়শ্রী কর
প্রতিবাদের ভাষা মানুষ পায় না এখন খুঁজে
প্রাণের ভয়ে নীরব হয়ে থাকে মুখটি বুজে।
প্রণয়ভরা বিনয় দেখি নয়ন অবনত
কার অন্যায় কারে বলি ঘটছে অবিরত।
চলছে সমাজ নিজের মতো নেইকো নিয়ম নীতি
শক্ত হাতে ধরবে কে হাল বেহাল যথারীতি।
দ্বন্দ্ব বিবাদ লাগিয়ে দিয়ে ঝড় তুলে দেয় পালে
নিজের আখের গুছিয়ে নিয়ে যায় সরে আড়ালে।
বিবেক বুদ্ধি উবে গেছে অসৎ কর্মফলে
অসহায় প্রাণ গুমরে মরে নয়ন ভরে জলে।
বিপন্নদের জীবন কাটে নিত্য নিঠুর দ্বন্দ্বে
সুখের স্বপ্ন হারিয়ে গেছে কুটিলতার ধন্দে।
কার কথা কে শুনবে এখন নামেই শুধু রাজা
বিত্তবানের বিলাস যাপন গরিবরা পায় সাজা।
আপন জীবন গড়তে গিয়ে খাচ্ছে হোচট দ্বারে
মুখোশ পরে দুর্জনদের হুমকি বারেবারে।
পেটের জ্বালা বড়ো জ্বালা সইতে পারলে ভালো
প্রতিবাদীর শূন্য থালা শব্দবাণ ঝাঁঝালো।
ভীরুর মতো মরবে কেন যুদ্ধ করেই মরো
বাঁচার মতো বাঁচতে হলে তুমি লড়াই করো।
© জয়শ্রী কর