পাহাড় নদী ডাকে আমায়, ডাকে পাইন সারি
ঝলমলে ওই পাহাড়শ্রেণির দৃশ্য মনোহারী।
পাদদেশে গাছগাছালি রঙিন ফুলের মেলা
মেঘবালিকার সাথে রবির নিত্য চলে খেলা।
চূড়ায় চূড়ায় ছড়িয়ে আছে মুক্তাদানার হাসি
বরফ-রোদে মাখামাখি আনন্দ একরাশি।
আলোর স্পর্শে অপূর্ব রূপ ধীরগতিতে নদী
যেতে যেতে মনের কথা শোনায় নিরবধি।
নীল নয়না কুলুকুলু ডাকছে বারেবারে
মায়া-মাখা শুভ্র ফেণা আমার নজর কাড়ে।
পা চলে না দাঁড়িয়ে পড়ি দেখি দুচোখ ভরে
গুছিয়ে রাখি মানসপটে নিরালা প্রান্তরে।
রৌদ্রতাপে ঠিকরে পড়ে অপূর্ব এক দ্যুতি
কোথাও আমি পাই না খুঁজে একটুও বিচ্যুতি।