প্রভাতের দিনমণি
জয়শ্রী কর
রোজ সকালে দিনমনি পুব আকাশে ওঠে
সিঁদুররাঙা টিপ কপালে ফুলের হাসি ঠোঁটে।
সোহাগভরা হাসি হেসে বিশ্বকে জয় করে
তাঁর হাসিতেই প্রকৃতি মা নতুন জীবন গড়ে।
সারা দিবস হেসে খেলে শেষ বিকেলে পাটে
আবির রঙে রাঙিয়ে আকাশ ডুবল নদীর ঘাটে।
কচিকাঁচা খেলছে মাঠে ডাকছে পাখি শাখে
রাঙা আকাশ দেখে খুকু প্রশ্ন করে মা'কে।
সারা আকাশ কে রাঙালো এত আবির ঢেলে?
সূর্য্যিমামা যাবার আগে সব রং যায় ফেলে।
শুধু দিনেই মিলবে দেখা রয় না কেহ সাথে
নদীর জলে স্নানটি সেরে উঠবে নতুন প্রাতে।
© জয়শ্রী কর