@ প্রেমলীলা
জয়শ্রী কর
ঋতুরাজের আগমনে ফুটলো কত ফুল
ওদের রঙে রেঙে উঠে ভ্রমরা আকুল।
আকাশ রাঙে ফাগের রঙে এইতো মধুমাস
হোলির ফাগে মাতবে সবাই হাসে সফেদ কাশ।
আগুন জ্বলে ডালে ডালে ছড়ায় কত রং
কবরীতে বাড়ায় শোভা শেফালিকা ঢং।
কোকিল কেন এত কালো তাই তো অভিমান
সুর লহরি ছড়িয়ে দিয়ে শোনায় তবু গান।
রামধনু রং ছড়ায় আজি উঠল কলরোল
রাধাকৃষ্ণের প্রেমলীলাতে কুঞ্জবনে দোল।
হলুদ আছে সবুজ আছে আর রয়েছে লাল
সখীরাও যোগ দিয়েছে রাঙা সবার গাল।