প্রেমের ঠাকুর
জয়শ্রী কর
প্রেমের ঠাকুর ভুবন মাঝে
শোনাও প্রেমের বাণী
ব্যাকুল হয়ে ডাকি তোমায়
পেতে চরণখানি।
জ্ঞানের প্রদীপ জ্বালাও প্রভু
কান্না-হাসি-দুখে
নয়ন মাঝে নাইবা এলে
এসো ধরার বুকে।
তোমার জন্য বিহঙ্গেরা
গাহিছে ফুলবনে
মধুর কণ্ঠে সুরের ধারায়
মাতে সর্বজনে।
দীনবন্ধু কৃপাসিন্ধু
দাও তো বরাভয়
মায়া মোহ আঁধার ঘোচাও
তুমি জ্যোতির্ময় ।
চলার পথে ভয় কাটাতে
তুমিই দেখাও আলো
পাপিতাপি অভাজনে
তুমিই বাসো ভালো।
© জয়শ্রী কর