প্রেম-প্লাবন
জয়শ্রী কর

পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া আকুল করে মন
কবরীতে ফুলের মালা
আবির ওড়ায় পল্লিবালা
শ্যামের বাঁশি বৃন্দাবনে
সখীরা সব গুঞ্জরণে
উদ্বেলিত সারা নগর দেখে প্রেম-প্লাবন।