প্রথম বই সহজপাঠ
শিশু শেখে অ-আ-ক-খ
সহজ পাঠ বইটি পড়ে
এভাবেই তো ধীরে ধীরে
শিশুর জীবন ওঠে গড়ে।
মা-ঠাকুমার মুখের ছড়া
কেউ কখনো যায় না ভুলে
পাঠশালাতে সেগুলো ফের
পড়ছে শিশু হেলেদুলে।
সকল ছাত্র-ছাত্রী খোলে
রোজ দু'বেলা বইয়ের পাতা
শেখার পরে অনুশীলন
লিখে ভরায় আপন খাতা।
বছর শেষে নতুন নতুন
বইপত্তর আসবে কতো
সেগুলো কি কঠিন হবে
নাকি সহজ আগের মতো?
এমন প্রশ্ন সকল শিশুর
গিয়ে শুধায় মা-বাবাকে
'আগের মতোই সহজ হবে
আদর করে বোঝায় তাঁকে'।
@ জয়শ্রী কর