* প্রার্থনা
জয়শ্রী কর
বসে আছি অর্ঘ্য নিয়ে মা তোর পদতলে
পুজবো তোকে দীপ জ্বালিয়ে পুষ্প দূর্বাদলে।
মৃন্ময়ী নয় সজাগ দেবী
সকাল সাঁঝে চরণ সেবি
জবার মালা গেঁথে আমি পরাবো আজ গলে।
কাতর হয়ে কাছে এলে
দিসনে মাগো দূরে ঠেলে
চরণে ঠাঁই দিবি মাগো জানাই নয়ন জলে।