* জয়শ্রী কর
প্রাণসখা
ওরে আমার প্রাণসখা সবুজবরন বনটিয়া
ভুট্টা খেতে ভালোবাস আসে না তো পাপিয়া।
ক্ষেতের দিকে লক্ষ্য রাখি
কখন সখি উঠবে ডাকি
আজ সকালে কানে এলো সুয়োরানির ডাক 'পিয়া'।